/home/daycoindia.com/public_html/blog/details.php on line 44
"> /home/daycoindia.com/public_html/blog/details.php on line 45
"> খারাপ বাজারে ভাল শেয়ার কীভাবে চিনবেন

খারাপ বাজারে ভাল শেয়ার কীভাবে চিনবেন

February 22, 2025

0 Comments

খারাপ বাজারে ভাল শেয়ার কীভাবে চিনবেন
প্রথমেই প্রশ্নটা করা যায় – কখন বাজার খারাপ, আর কখন ভাল – তাই বা কীভাবে ধরে নেবেন? একজনের কাছে যা খারাপ, তা অন্যের কাছে ভাল হতেই পারে! নির্ভর করছে, যিনি বিনিয়োগ করতে চান, তাঁর দৃষ্টিভঙ্গির ওপর।

প্রথমে বরং নিজস্ব দৃষ্টিভঙ্গিটাই চিনে নেওয়া যাক, ভাল খারাপের বিচার হোক তার পরে! বিনিয়োগ করার আগে নিজের ঝুঁকি নেওয়ার মানসিকতা ঠিকঠাক বুঝে নিন। তার উপায় আছে। অঙ্ক জানিয়ে দেবে বিভিন্ন জনের বিভিন্ন ঝুঁকি নেওয়ার প্রবণতা বা রিস্ক প্রোফাইল।

Check your Risk Score before investing 

যিনি দূরদর্শী, তিনি জানেন, শেয়ারবাজার সুযোগ কমই দেয়। আর একেবারে তলানিতে শেয়ার কিনতে পারা সম্পূর্ণ ভাগ্যনির্ভর, সেই ক্ষেত্রে ছোটবড় – কোনও বিনিয়োগকারী এবং বিশেষজ্ঞের কোনও হাত নেই। তাই যখন সস্তায় ভাল শেয়ার পাওয়া যাবে, তাতে বিনিয়োগ করাই সমীচীন, যদি হাতে বিনিয়োগ করার মত উদ্বৃত্ত টাকা থাকে। আর সেই টাকা সেভিংস অ্যাকাউন্টে ফেলে রাখলে ভবিষ্যতে পস্তাতে হতে পারে। তবে বাজার যখন নীচের দিকে, ভুলেও ঋণ করে টাকা ঢালতে যাবেন না!

এবার আসা যাক আসল কথায়। ভাল শেয়ার, মানে কেনার যোগ্য শেয়ার কীভাবে বাছবেন।

শেয়ার খুঁজে পেতে অন্যের কথায় কান না দেওয়াই মঙ্গল। কারণ – সবাই যেদিকে দৌড়বেন, শেয়ারের দাম স্বাভাবিক কারণেই যাবে তার উল্টোদিকে। উদাহরণ – সবাই যে শেয়ার কিনছেন, তার দাম বাড়তেই থাকবে, তা যুক্তিসঙ্গত দামে পাওয়া অসম্ভব। বরং – যে সব শেয়ার তার ফেয়ার ভ্যালুর (Fair Value) তলায় আছে, তা কেনেন বিশ্বের বিদগ্ধ বিনিয়োগকারীরা। এই পদ্ধতিতেই বিনিয়োগ করে লাভবান হয়েছেন ওয়ারেন বাফেট (Warren Buffett) ।

তাই লাভ করতে চাইলে একটু কষ্ট করতে হবে। ঘাঁটতে হবে তথ্য। জানতে হবে, কোন সংস্থার পারফরমেন্স কেমন। কোন শিল্পে তা নিযুক্ত এবং সেখানে অন্যদের তুলনায় সে এগিয়ে আছে না পিছিয়ে? আজকের দিনে চাইলে তা খুঁজে নেওয়া কিছু এমন কঠিন বিষয় নয়।

ধরুন – ঠিক করলেন পড়তি বাজারে কিছু ভাল শেয়ার কিছুটা সস্তায় ঘরে তোলার চেষ্টা করবেন। লক্ষ্য – ছেলেমেয়ের উচ্চশিক্ষার খরচ (child higher education planning)। ভাল কাজ হয় এমন কয়েকটা ক্ষেত্র থেকে বেছে নিলেন নামী দামী কিছু শেয়ার – যেমন ধরুন, ইনফোসিস, টাটা মোটরস, ডঃ রেড্ডিজ, লারসেন অ্যান্ড ট্যুব্রো, হিরো মোটকর্প। এবার কী করবেন? কোনটা ছেড়ে কোনটা কিনবেন? কীভাবে ঠিক করবেন?

দেখা গেল, এরা সকলেই লাভজনক সংস্থা। যে যার ক্ষেত্রে এগিয়ে আছে অনেকটাই। এদের মধ্যে সরল পথে তুলনা চলে না, কারণ এদের বাণিজ্যিক পরিস্থিতি এক নয়। প্রত্যেকের পিছনে সাফল্যের নিজস্ব কাহিনী লুকিয়ে আছে। ব্যর্থতার খতিয়ান কখনও কখনও থাকলেও তার কারণ আলাদা আলাদা। যদি বেছে নিতে হয়, তাহলে কাকে বাছবেন? যার দাম কম, তাকে? নাকি যার দাম কিছুটা বেশি নেমেছে, তাকে? নাকি যার শেয়ার প্রতি আয় সবচেয়ে বেশি তাকে – কারণ শেয়ারহোল্ডার তো নিজের আয়টাই বিশেষভাবে দেখবেন। 

ঠিকঠাক বিনিয়োগ সংক্রান্ত পরামর্শের শুরুতেই জানতে হবে, ওই পাঁচ শেয়ারের ঝুঁকি আপনার লক্ষ্য এবং রিস্কপ্রোফাইল-এর সঙ্গে মেলে কিনা। সবচেয়ে ভাল হয়, যদি পাঁচটি শেয়ার মিলিয়ে মিশিয়ে একটি এমন পোর্টফোলিও বানানো যায়, যা বাজার বহির্ভূত ঝুঁকির হাত থেকে মুক্ত। বাজারের ঝুঁকি? সে তো থাকবেই। ঝুঁকি আছে, সেজন্যই লাভের সম্ভাবনা, আর এই উদ্দেশ্য সিদ্ধ করতেই ডাইভারসিফিকেশন (diversification)। পাচঁমেশালি পোর্টফোলিও (balanced portfolio) সেজন্যই বানানো।  

অনেকে মনে করেন, বাজারে যে সব নতুন সংস্থা আসে, তাদের শেয়ার সস্তা আর তাতে বৃদ্ধির সম্ভাবনা অনেকটা বেশি। এমন সংস্থা আসে, কিন্তু তাদের ব্যালান্স শিটে লাভের অঙ্ক যদি না থাকে, বা খুব কম থাকে, লাভ যদি শুধুমাত্র ভবিষ্যতের সম্ভাবনা হয়, তাহলে যাঁর রিস্ক প্রোফাইল খুব বেশি, শুধু তিনিই এই ধরনের শেয়ার কিনবেন। যিনি নতুন বিনিয়োগকারী, অথবা যিনি কোনও দীর্ঘমেয়াদি বাধ্যতামূলক লক্ষ্যপূরণের (long term goal) উদ্দেশ্যে শেয়ার কিনছেন, তিনি এই ধরনের বেশি ঝুঁকির শেয়ারের ওপর নির্ভর করবেন না। তবে উদ্দেশ্য যদি হয় ছুটিতে বেড়াতে যাওয়ার জন্য জমানো (holiday planning), তবে সচ্ছন্দে অল্পসল্প এমন বিনিয়োগ চলতে পারে, কারণ এই ক্ষেত্রে ঝুঁকি নিলে ক্ষতি তেমন নেই।  

ভাল শেয়ার বাছার সঙ্গে দামের সম্পর্ক নেই। ১০ টাকার ১০০০ শেয়ার কিনতে যে টাকা লাগে, ১০০ টাকার ১০০ শেয়ার কিনতে, অথবা ১০০০ টাকার ১০টি শেয়ার কিনতে তার চেয়ে এক টাকাও বেশি লাগে না! ১০০০০ টাকার ১টি শেয়ার কেনাও কিন্তু হাতের মধ্যে। 

তাহলে? দাম দেখে শেয়ার না বেছে বরং যদি চোখ রাখা যায় সাধারণ কিছু অনুপাতের দিকে, যা সামান্য গুগল করেই জানা যায়, তাতে নজর দেবেন না কেন? শেয়ার প্রতি আয় অর্থাৎ ইপিএস (EPS), প্রাইস আর্নিংস (P/E) এবং প্রাইস টু বুক ভ্যালু (P/B) অনুপাত – এরা জানাবে সংস্থা লাভে আছে কিনা এবং তার দাম যুক্তিগ্রাহ্য কিনা। ঋণ এবং ইক্যুইটির অনুপাত (Debt/Equity) জানাবে সংস্থার অতিরিক্ত ঋণ নেওয়া আছে কিনা। বড় বড় অঙ্ক করতে বিশেষজ্ঞের মতামত নিন, তবে সাধারণ ধারণাটুকু নিজেই করে নিতে পারেন।  

ভবিষ্যতের উদ্দেশ্যসাধনের লক্ষ্যে এগিয়ে চলেছে বেশ কিছু শিল্পক্ষেত্র – এখন এদের মধ্যে যদি থাকে গ্রিন এনার্জি, গ্রিন হাইড্রোজেন, মহাকাশ প্রযুক্তি, সমুদ্র প্রযুক্তি ইত্যাদি, তবে তাদের দিকে নজর দেওয়া যেতেই পারে। এদের মধ্যে অনেকে অনেকটা এগিয়ে গেছে। তবে পিছনে থাকা সংস্থাকে যদি লক্ষ্য করেন, লাভের সম্ভাবনা যাচাই করে দেখে নেবেন। সস্তায় ভাল প্রযুক্তি সাধারণত পাওয়া যায় না। ডট কম বাবলের কথা মনে আছে তো? তাই ওয়েবসাইট ঘাঁটুন, সংস্থা কী ধরনের কাজ করে আর লাভের সম্ভাবনা কোথায় কোথায় তা ষোলআনা বুঝে নিন। তারপর বিনিয়োগ করুন, লাভ হতে বাধ্য।

শেয়ারে টাকা লাগালে মার্কেট বৃত্ত সম্পূর্ণ হওয়া পর্যন্ত বিনিয়োগ ধরে রাখার কথা মাথায় রাখবেন। যদি সংস্থা লাভজনক হয়, বাজার উঠল না পড়ল, তাতে কিছু আসে যায় না। লক্ষ্য পূরণ হওয়া পর্যন্ত বিনিয়োগ ধরে রাখুন। সেজন্য বিনিয়োগের আগে যথাসম্ভব পরীক্ষানিরীক্ষা করে নিন। পরে সেদিকে আর ফিরে তাকাবার প্রয়োজন পড়বে না।


-অদিতি নন্দী

-Dayco India

Share With

Leave a Reply

This is a standard alert.

I'm a cool paragraph that lives inside of an even cooler modal. Wins!

This is a standard alert.

I'm a cool paragraph that lives inside of an even cooler modal. Wins!

https://scores.gov.in

Thank You

All your Questions have been recorded


Thank You

All your Questions have been recorded

Please enter your name Please enter valid name
Please enter your Email Id Please enter valid Email Id
Please enter your mobile number Please enter valid mobile number Please enter your mobile number Please enter valid mobile number
Please enter your Email Please enter valid Email

Thank You!


Thank you for your response. We'll get in touch with you at the earlisest for your investment planning needs


NEXT

Thank You!


Thank You for your interest in our Moderate Equity Portfolio. Please find below the credentials to track this portfolio:

User ID: [email protected]

Password: abcd@1234


Portfolio Tracker

Please Read!


Risk profiling is crucial for identifying and managing potential risks in investment decisions. Please carry out your risk profiling before making any investment decisions.


Complete Risk Assessment Now

Set Your Goal

Please Select an option from below


Set Your Goal

Please Select an option from below


Set your Goal

Please enter your details in the fields provided

Please enter phone number / UGC