‘সভারেন গোল্ড বন্ড‘ বা এসজিবি সম্পূর্ণ ঝামেলা মুক্ত বিনিয়োগ। না এখানে গয়না বানিয়ে পড়বার প্রয়োজন হয়, না থাকে লকারের ঝামেলা, না থাকে অতিরিক্ত খরচ। সম্পূর্ণ দুশ্চিন্তা মুক্ত পদ্ধতি।
কর : এখানে লাভ সম্পূর্ণ করমুক্ত বিনিয়োগকারীর ক্ষেত্রে। সূচক নামা ওঠার জন্য ক্ষতির আশঙ্কা থাকেনা বিনিয়োগকারীর, কারণ এসজিবি তার সুরক্ষা প্রদান করে থাকে।
বিক্রয়যোগ্যতা : রিজার্ভ ব্যাংকের আদেশানুসারে বন্ড প্রদানের দিন থেকে পনেরো দিন পর স্টক এক্সচেঞ্জ-এ বিক্রি করা যায়।
হস্তান্তরযোগ্যতা : এস জি বি – গভর্নমেন্ট সিকিউরিটিস অ্যাক্ট এর নির্দেশানুসারে প্রতিটি শর্ত পূরণের পর এই বন্ড হাত বদল করা যায় |
যোগ্যতা : এই বন্ড বিক্রি করতে পারে কেবল মাত্র ভারতবর্ষে বসবাসকারী ভারতীয় ব্যক্তি, অবিভক্ত হিন্দু পরিবার, ভারতীয় সংস্থা, বিশ্ববিদ্যালয় এবং অলাভজনক সংস্থা।
পরিমাপ : বন্ড এর পরিমাপ একক গ্রাম হিসেবে ধরা হয়।
নূন্যতম পরিমাণ : কমপক্ষে এক গ্রাম হওয়া দরকার।
অধিকতম পরিমাণ : প্রতি ব্যক্তি এবং ভারতীয় অবিভক্ত হিন্দু পরিবার ৪ কিলোগ্রামের বেশি কিনতে পারবে না এবং সংস্থার ক্ষেত্রে অধিকতম ২০ কিলোগ্রামের বেশি নয়।
সুদ : রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নির্ধারিত সুদ নির্ভর করে বিনিয়োগের ওপর এবং অফার এর ওপর এবং তা দেওয়া হয় বছরে দুবার।
প্রস্তাবিত সময় : এই বন্ড এর সময়সীমা ৪ বছর এবং ৫ বছর পর থেকে বিনিয়োগকারী তাঁর বিনিয়োগ এর অর্থ তুলে নিতে পারেন।
আরও জানতে ফোন করুন এই নম্বরে +91 9051052222 বা ইমেল করুন [email protected] এ।
–অনিন্দিতা চক্রবর্তী (তথ্য: দেবরাজ গুহ ঠাকুরতা)