জামশেদজি টাটা – একটি নাম, ভারতের প্রগতির ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। যিনি প্রায় একক প্রচেষ্টায় অসামান্য প্রত্যয় কে মূলধন করে বিহারের (বর্তমানে ঝাড়খণ্ড) এক প্রত্যন্ত অঞ্চলে একটি ইস্পাত কারখানা স্থাপন করেন, যা আজ ভারতের তথা বিশ্বের এক অন্যতম ইস্পাত উৎপাদনকারী সংস্থা হিসেবে গণ্য হয়েছে, যার নাম এখন ‘টাটা স্টিল’|
আজ থেকে প্রায় ১১৩ বছর আগে, ১৯০৭ সালে এক ভারতীয়, জামশেদজির স্বপ্নের বীজ অঙ্কুরিত হয়েছিল, যা বপন করার পর চারাগাছটি তিনি আর দেখে যেতে পারেন নি। যদিও ১৯০৪ সালে তাঁর মৃত্যু হয়, তৎকালীন ‘টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি লিমিটেড’ ১৯১২ সালে পরাধীন ভারতে প্রথম ইস্পাত উৎপাদন শুরু করে। এই সুবিশাল কর্মকাণ্ড আজও প্রতিটি ভারতীয়কে উদ্বুদ্ধ ও গর্বিত করে বিশ্বের দরবারে | প্রত্যেক ভারতীয়কে স্বপ্ন দেখার সাহস দেয়| প্রতিটি ভারতীয়ের বিশ্বাসকে সুদৃঢ় করে |
সেদিনের সেই প্রত্যন্ত ও রুক্ষ জায়গা আজ এক বিশাল ইস্পাত নগরী হয়ে বিরাজ করছে, যা স্বয়ং শ্রদ্ধেয় কর্মবীর জামশেদজির স্বপ্ন, যাকে ‘জামশেদপুর’ নামে সমগ্র বিশ্ব জানে |
১৯০৭ সালে প্রতিষ্ঠিত ‘টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি লিমিটেড’ বা ‘টিসকো’ ২০০৫ সালে পরিচিত হয় ‘টাটা স্টিল’ নামে।
টাটা স্টিলের ইস্পাত কারখানা জামশেদপুরেই থেমে থাকেনি, একে একে উড়িষ্যার কলিঙ্গনগর, ঢেঙ্কানল, এবং উত্তরপ্রদেশের সাহিবাবাদে স্থাপিত হয়েছে। ঋণগ্রস্ত সংস্থা ‘ভূষণ স্টিল’কে অধিগ্রহণের মাধ্যমে ২০১৮ সালে তাদের মহারাষ্ট্রের খোপলির কারখানাতেও টাটা স্টিল উৎপাদন শুরু করেছে |
গত ২০১৯ সালে ‘টাটা স্টিল’ অত্যন্ত সাফল্যের সঙ্গে মোট ১৬.২৬ মিলিয়ন টিপিএ ইস্পাত সরবরাহ করেছে।
আজ টাটা স্টিল শুধুমাত্র ইস্পাতে থেমে থাকেনি, ইস্পাতকে কেন্দ্র করে ওয়্যার, টিউব, বেয়ারিং ও কৃষিকার্যে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রাদি তৈরি করে তারা সারা বিশ্বে সমাদৃত | টাটা স্টিল ভারতে ইস্পাত ছাড়াও খনিজ সংস্থা থেকে ইস্পাতের নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী, অটোমোটিভ, নির্মাণসংস্থা ও কারিগরি প্রযুক্তিতে অত্যন্ত সফলভাবে নিজেদের জয় পতাকা স্থাপন করেছে |
টাটা স্টিলের এই অভূতপূর্ব অগ্রগতিকে ত্বরান্বিত করেছে কাঁচামালের সহজলভ্যতা ও কম পরিবহন মূল্য, যার যোগান পার্শ্ববর্তী বিহার, উড়িষ্যা ও পশ্চিমবঙ্গের বিভিন্ন খনিজ অঞ্চল থেকে যায়|
টাটা স্টিলের এই অগ্রগতি শুধু ভারতে সীমাবদ্ধ থাকেনি, সমগ্র বিশ্বে তা প্রসার লাভ করেছে | ইউরোপে টাটা স্টিল এই মুহূর্তে সব চাইতে বড় ইস্পাত সরবরাহকারী সংস্থা | সেখানে তারা বছরে ১২.৩ মিলিয়ন টিপিএ ইস্পাত সরবরাহ করে থাকে | ২০০৭ সালে ইউরোপের ‘কোরাস’ সংস্থার সংযুক্তিকরণের মাধ্যেমে ইউনাইটেড কিংডম, নেদারল্যান্ড এ টাটা স্টিলের প্রসার ঈর্ষণীয় |
দক্ষিণ পূর্ব এশিয়া তেও টাটা স্টিল তাদের ব্যবসা ২০০৪ সালে শুরু করে সিঙ্গাপুরে ‘ন্যাট স্টিল’, থাইল্যান্ডের ‘মিলেনিয়াম স্টিল’এর সংযুক্তিকরণের মাধ্যমে|
টাটা স্টিলের এই মহান কর্মকান্ডে যুক্ত ৬৫ হাজার দক্ষ ও পরিশ্রমী নিষ্ঠাবান কর্মী। তাঁদের নিরলস প্রচেষ্টায় টাটা স্টিলের বার্ষিক ব্যবসা ৭০,৬১১ কোটি ভারতীয় মুদ্রায় পৌঁছেছে|
সাধারণ মানুষের বিশ্বাস ইস্পাতের মতো দৃঢ় করে টাটা স্টিল আত্মনির্ভর ভারতের এক উজ্জ্বল উদাহরণ।
আরও জানতে ফোন করুন এই নম্বরে +91 9051052222 বা ইমেল করুন [email protected]
–অনিন্দিতা চক্রবর্তী