সভারেন গোল্ড বন্ড – সোনাতে ঝামেলামুক্ত বিনিয়োগ

সভারেন গোল্ড বন্ড – সোনাতে ঝামেলামুক্ত বিনিয়োগ

সভারেন গোল্ড বন্ড‘ বা এসজিবি সম্পূর্ণ ঝামেলা মুক্ত বিনিয়োগ। না এখানে গয়না বানিয়ে পড়বার প্রয়োজন হয়, না থাকে লকারের ঝামেলা, না থাকে অতিরিক্ত খরচ। সম্পূর্ণ দুশ্চিন্তা মুক্ত পদ্ধতি। 

কর : এখানে লাভ সম্পূর্ণ করমুক্ত বিনিয়োগকারীর ক্ষেত্রে। সূচক নামা ওঠার জন্য ক্ষতির আশঙ্কা থাকেনা বিনিয়োগকারীর, কারণ এসজিবি তার সুরক্ষা প্রদান করে থাকে। 

বিক্রয়যোগ্যতা : রিজার্ভ ব্যাংকের আদেশানুসারে বন্ড প্রদানের দিন থেকে পনেরো দিন পর স্টক এক্সচেঞ্জ-এ বিক্রি করা যায়। 

হস্তান্তরযোগ্যতা : এস জি বি – গভর্নমেন্ট সিকিউরিটিস অ্যাক্ট এর নির্দেশানুসারে প্রতিটি শর্ত পূরণের পর এই বন্ড হাত বদল করা যায় |

যোগ্যতা : এই বন্ড বিক্রি করতে পারে কেবল মাত্র ভারতবর্ষে বসবাসকারী ভারতীয় ব্যক্তি, অবিভক্ত হিন্দু পরিবার, ভারতীয় সংস্থা, বিশ্ববিদ্যালয় এবং অলাভজনক সংস্থা। 

পরিমাপ : বন্ড এর পরিমাপ একক গ্রাম হিসেবে ধরা হয়।

নূন্যতম পরিমাণ : কমপক্ষে এক গ্রাম হওয়া দরকার। 

অধিকতম পরিমাণ :  প্রতি ব্যক্তি এবং ভারতীয় অবিভক্ত হিন্দু পরিবার ৪ কিলোগ্রামের বেশি কিনতে পারবে না এবং সংস্থার ক্ষেত্রে অধিকতম ২০ কিলোগ্রামের বেশি নয়। 

সুদ : রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নির্ধারিত সুদ নির্ভর করে বিনিয়োগের ওপর এবং অফার এর ওপর এবং তা দেওয়া হয় বছরে দুবার। 

প্রস্তাবিত সময় : এই বন্ড এর সময়সীমা ৪ বছর এবং ৫ বছর পর থেকে বিনিয়োগকারী তাঁর বিনিয়োগ এর অর্থ তুলে নিতে পারেন। 

আরও জানতে ফোন করুন এই নম্বরে +91 9051052222 বা ইমেল করুন [email protected] এ।

অনিন্দিতা চক্রবর্তী (তথ্য: দেবরাজ গুহ ঠাকুরতা)

Share With

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *